বিস্তারিত পোস্ট

চুলের বিভিন্ন সমস্যা সমাধানে কিছু ঘরোয়া টিপস


প্রকাশিতঃ 14 February, 2021, বিভাগঃ জীবনযাপন, পঠিত হয়েছেঃ ১৬৭০ বার
  • চুলে খুসকি - লেবুর রস ব্যবহার করুন
  • চুল ঝরে পরছে - পেয়াজের রস আর ডিমের সাদা অংশ মিশিয়ে বানিয়ে নিন প্যাক, সাথে দিতে পারেন আমলকির গুড়া।  
  • চুল রুক্ষ - মেথির পেস্ট আর এ্যলোভেরার জুস ব্যবহার করুন। শ্যাম্পুর সাথে লেবু এবং চিনি গ্রেট করে মিশিয়ে ব্যবহার করতে পারেন
  • চুল বড় হচ্ছে না - আলুর রস, একটি ডিম এবং পেয়াজের রস মিশিয়ে প্যাক বানিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহারেই ফল পাবেন। আরো একটি কথা, পান পাতার রস কিন্তু চুলের বৃদ্ধি ঘটায়।  
  • চুল পেকে যাচ্ছে - কালোকেশির রসের নেই কোন তুলনা। সপ্তাহে দুই দিন এই রস পুরো চুলে লাগিয়ে নিবেন। এছাড়া ব্যবহার করতে পারেন লালকুশের গুড়া।
  • আগা ফাটার সমস্যা- চুলের আগা তিন মাস পর পর কেটে ফেলুন। আর হ্যা চুলে ব্যবহার করতে পারেন মেহেদী এবং জবাফুলের পেস্ট।  
  • চুলে উকুনের উপদ্রব - পান পাতার রস, রসুনের রস এবং ভ্যাট পাতার রস মিশিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহারেই এক নিমিষেই উকুন দূর হয়ে যাবে।
সপ্তাহে তিন দিন চুলে শ্যাম্পু করুন এবং তিন দিন নারকেল তেল ব্যবহার করুন, চুলকে সবসময় পরিস্কার রাখুন, দেখবেন চুলের কোন সমস্যায় নেই।   
 
সুত্রঃ দৃষ্টি রানী (ন্যাচারাল থেরাপিস্ট)

  বিভাগ

  সর্বাধিক পঠিত

খুলনার সেরা নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা....



নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার মেরুদণ্ড ও শিরার সার্জারি সহ শিরায় রক্ত সঞ্চালন সমস্যার সার্জারি, কোমর ও স্পাইনের সার্জারি, ভ্যারিকস ভেইন সার্জারি, আঘাত জনিত রক্তক্ষরণের সার্জারি করে থাকেন। এছাড়াও স্ট্রোকজনিত রক্ত ক্ষরণ ও নিষ্কাশন, মস্তিষ্কে রক্ত ক্ষরণ, ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যাথা, স্নায়ু ও শিরার রোগজনীত সমস্যা, হাত ও পা-এর মাংসপেশী শুকিয়ে যাওয়া ইত্যাদি শারিরিক সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন। এক ঝলকে খুলনার সেরা নিউরোসার্জন ডাক্তার সম্পর্কে তথ্য নিন।
 বিস্তারিত

খুলনার সেরা চর্ম ও যৌন বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন বিশেষজ্ঞ ডাক্তারের....



চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার সকল প্রকার চর্ম ও যৌন রোগের চিকিৎসা করেন। আভিজ্ঞ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে নিন।
 বিস্তারিত

পায়ের আঙুলের চিপায় ঘা হলে কী করবেন....



পায়ের আঙুলের ফাঁকে প্রায়ই ছত্রাকের সংক্রমণ ঘটে থাকে। যাকে আমরা পায়ের আঙুলের চিপায় ঘা হয়েছে বলে থাকি। নারীদের চেয়ে পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। আঙুলের চিপায় ছত্রাকের সংক্রমণ হলে ফাঁকগুলো লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকায়, ফুসকুড়ির মতো হয়, আবার কখনও ত্বক ফেটেও যেতে পারে। একে টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট বলে। এটি সংক্রামকও। অর্থাৎ একজনের থেকে অন্যজনে ছড়ায় এটি।
 বিস্তারিত