-
চুলে খুসকি - লেবুর রস ব্যবহার করুন।
-
চুল ঝরে পরছে - পেয়াজের রস আর ডিমের সাদা অংশ মিশিয়ে বানিয়ে নিন প্যাক, সাথে দিতে পারেন আমলকির গুড়া।
-
চুল রুক্ষ - মেথির পেস্ট আর এ্যলোভেরার জুস ব্যবহার করুন। শ্যাম্পুর সাথে লেবু এবং চিনি গ্রেট করে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
-
চুল বড় হচ্ছে না - আলুর রস, একটি ডিম এবং পেয়াজের রস মিশিয়ে প্যাক বানিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহারেই ফল পাবেন। আরো একটি কথা, পান পাতার রস কিন্তু চুলের বৃদ্ধি ঘটায়।
-
চুল পেকে যাচ্ছে - কালোকেশির রসের নেই কোন তুলনা। সপ্তাহে দুই দিন এই রস পুরো চুলে লাগিয়ে নিবেন। এছাড়া ব্যবহার করতে পারেন লালকুশের গুড়া।
-
আগা ফাটার সমস্যা- চুলের আগা তিন মাস পর পর কেটে ফেলুন। আর হ্যা চুলে ব্যবহার করতে পারেন মেহেদী এবং জবাফুলের পেস্ট।
-
চুলে উকুনের উপদ্রব - পান পাতার রস, রসুনের রস এবং ভ্যাট পাতার রস মিশিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহারেই এক নিমিষেই উকুন দূর হয়ে যাবে।
সপ্তাহে তিন দিন চুলে শ্যাম্পু করুন এবং তিন দিন নারকেল তেল ব্যবহার করুন, চুলকে সবসময় পরিস্কার রাখুন, দেখবেন চুলের কোন সমস্যায় নেই।
সুত্রঃ দৃষ্টি রানী (ন্যাচারাল থেরাপিস্ট)