বিস্তারিত পোস্ট

ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস


প্রকাশিতঃ 8 February, 2021, বিভাগঃ জীবনযাপন, পঠিত হয়েছেঃ ৫১৩ বার

সংযমী খাদ্যাভ্যাস সুস্থ, সুন্দর, উপভোগ্য জীবনের প্রধান অনুঘটক। গবেষণায় জানা যায়, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। ক্যানসার নিয়ে চিকিৎসাবিজ্ঞানের গবেষণা আমাদের সামনে এমন কিছু খাবারের তালিকা উপস্থাপন করেছে, যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। আবার কিছু খাবার আছে যেগুলো ক্যানসারের ঝুঁকি কমায়।

যা খাওয়া যাবে না

  • ধূমপান ও মদ্যপান করা যাবে না।
  • চিনি এবং প্রক্রিয়াজাত শর্করা: যেসব প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে চিনি এবং অল্প পরিমাণে আঁশ ও পুষ্টিগুণ রয়েছে, সেসবে ক্যানসারের ঝুঁকি বেশি।
  • প্রক্রিয়াজাত মাংস: প্রক্রিয়াজাত মাংসে ক্যানসারসহায়ক কার্সিনোজেন পদার্থ থাকে।
  • বেশি রান্না করা খাবার: উচ্চতাপে তৈরি করা ঝলসানো খাবার, ফ্রায়েড বা বারবিকিউয়ের মতো খাবার থেকে বিরত থাকাই ভালো।
  • দুধ: দুধ প্রয়োজনীয় পুষ্টিগুণসম্পন্ন খাবার হলেও বেশি বেশি দুধপান প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
  • মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার সময় প্লাস্টিক পেপারে মোড়ানো যাবে না।
  • যথাসম্ভব জিনগত রূপান্তরিত খাবার পরিহার করতে হবে।

যা খাওয়া যাবে

  • শাকসবজি ও ফলমূল: যেমন গাজর, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, আপেল, কমলালেবুসহ ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন ফলমূল।
  • তিসি-বীজ: ক্যানসার কোষের বিস্তার রোধে তিসি বীজ বেশ ফলপ্রসূ একটি খাবার।
  • মসলা: দারুচিনি, হলুদে রয়েছে ক্যানসারনিরোধী উপাদান।
  • কলাই: মটরশুঁটিতে পর্যাপ্ত আঁশ রয়েছে, যা কলোরেক্টাল ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।
  • নিয়মিত বাদাম খাওয়া।
  • জলপাই তেল, রসুন প্রভৃতি ঝুঁকি কমায়।
  • ক্যানসার প্রতিরোধে মাছ খাওয়া উপকারী।
  • নির্দিষ্ট মাত্রায় দুধপান।
ডা. কানিজ ফাতেমা রহমান
জুনিয়র কনসালট্যান্ট, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ঢাকা
সুত্রঃ প্রথম আলো

  বিভাগ

  সর্বাধিক পঠিত

খুলনার সেরা স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা....



স্নায়ু বিশেষজ্ঞ/নিউরোলজিস্ট মস্তিষ্ক এবং মেরুদন্ডের স্নায়ুর সমস্যা সহ শরীরের সকল ধরনের স্নায়ু জনিত সমস্যার চিকিৎসা করেন। আভিজ্ঞ স্নায়ু রোগ বিশেষজ্ঞ/ নিউরোলজিস্ট ডাক্তার খুঁজুন।
 বিস্তারিত

বরিশালের সেরা প্রসূতি ও স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তারের....



স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মহিলা প্রজনন স্বাস্থ্য, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয় ও স্তনসহ সকল ধরনের মেয়েলী সমস্যার চিকিৎসা করেন। আভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে নিন।
 বিস্তারিত

খুলনার সেরা নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা....



নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার মেরুদণ্ড ও শিরার সার্জারি সহ শিরায় রক্ত সঞ্চালন সমস্যার সার্জারি, কোমর ও স্পাইনের সার্জারি, ভ্যারিকস ভেইন সার্জারি, আঘাত জনিত রক্তক্ষরণের সার্জারি করে থাকেন। এছাড়াও স্ট্রোকজনিত রক্ত ক্ষরণ ও নিষ্কাশন, মস্তিষ্কে রক্ত ক্ষরণ, ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যাথা, স্নায়ু ও শিরার রোগজনীত সমস্যা, হাত ও পা-এর মাংসপেশী শুকিয়ে যাওয়া ইত্যাদি শারিরিক সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন। এক ঝলকে খুলনার সেরা নিউরোসার্জন ডাক্তার সম্পর্কে তথ্য নিন।
 বিস্তারিত